লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনি জনসভায় যোগ দিতে আসা নেতা-কর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছেন জেলা শাখার নেতারা। বুধবার লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটামও দেন তারা। একই সঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মনছুর আহমেদ ও হারুনুর রশিদ বাবুল।
প্রসঙ্গত, ৮ ডিসেম্বর জেএসডি নেতা তানিয়া রবের জনসভায় যোগ দিতে আসার পথে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় জেএসডির দুই কর্মী গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হন। অন্তত ১৫টি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।