কিশোরগঞ্জের ইটনায় দুই পক্ষের সংঘর্ষে আহত নাছির মিয়া (২২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার বিকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাছির মিয়া ইটনার মৃগা ইউনিয়নের গজারিয়াকান্দা গ্রামের আবদুল হাইয়ের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গজারিয়াকান্দা গ্রামের গাছের বাড়ি ও আছুর বাড়ির লোকজনের মধ্যে চলাচলের রাস্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত সোমবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।