বরিশালের তেঁতুলিয়া নদীতে নিখোঁজের পাঁচ দিন পর জেলে মো. হোসেন ভূঁইয়ার (৪০) লাশ উদ্ধার হয়েছে। গতকাল সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার আমিরগঞ্জ বাজার এলাকার নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। হোসেন ভূঁইয়া মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাহাদুর গ্রামের বাসিন্দা হাফেজ ভূঁইয়ার ছেলে। পরিদর্শক এনামুল হক জানান, ৫ ডিসেম্বর রাতে মো. হোসেন ভূঁইয়া নৌকা নিয়ে মাছ ধরতে তেঁতুলিয়া নদীতে গিয়ে আর ফেরেননি।