চাকরি নিয়মিতকরণ ও মাসে ৩০ দিনের মজুরি দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন নোয়াখালীতে বিএডিসি (এএসসি) শ্রমিকরা। গতকাল নোয়াখালীর বিভিন্ন শাখার ১০০ বিএডিসি শ্রমিক চর উরিয়া শাখায় এ কর্মসূচি পালন করেন। শ্রমিকরা জানান, ৩০ বছর ধরে চাকরি করছি, এখনো নিয়মিত করা হয়নি। তাদের ৩০ দিনের পরিবর্তে ২২ দিন করে মজুরি দেওয়া হয়। ভারপ্রাপ্ত উপপরিচালক সুমন চাকমা বলেন, এটি হেড অফিসের ব্যাপার। আমাদের কাছে ২২ দিনের মজুরি দেওয়া হয়েছে। আমরা তাদের দাবি-দাওয়ার বিষয়টি হেড অফিসে জানাব।