ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসা করার দায়ে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সদর উপজেলার বুধল বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, দীর্ঘদিন ধরে বুধল বাজারে শিল্পি ফার্মেসির দোকানে বসে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সেবা দিয়ে আসছিলেন মনিন্দ্র দেবনাথ।