গাজীপুরের টঙ্গীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় পূর্ব থানা কম্পাউন্ডের ভিতরে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করা হয়। এলাকাবাসীর দাবি, টঙ্গীতে প্রতিদিনই ছিনতাই, চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। বস্তিগুলো পরিণত হয়েছে অপরাধীদের নিরাপদ আশ্রয়ে। সেখানে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে। এই মাদকের টাকা জোগাড় করতেই ছিনতাইয়ের মতো অপরাধ ঘটছে।