নোয়াখালীতে নিরবচ্ছিন্ন গ্যাস পাওয়ার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রাহকরা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশের উপস্থিতিতে গ্যাস অফিসের ম্যানেজার এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে গ্রাহকরা চলে যান। গ্রাহকরা জানান, দীর্ঘদিন ধরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ও দত্তের হাট এলাকায় ভোর ৫টার পর থেকে গ্যাস থাকে না। এদিকে নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের নিতাইপুর, মাহমুদপুর উত্তরপাড়া, দক্ষিণ কান্দাপাড়া পাকার মাথা, মিজমিজি মাদ্রাসা এলাকায় গ্যাসের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মনজুর আজিজ মোহনের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।