আজ ঐতিহাসিক ৯ ডিসেম্বর। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তান হানাদারদের হাত থেকে মুক্ত হয় নেত্রকোনা শহর। সেই দিনের মরণপন লড়াইয়ে সন্মুখ সমড়ে শহীদ হন তিন মুক্তিযোদ্ধা। শহরকে মুক্ত করার লক্ষ্যে মুক্তিযোদ্ধারা ৮ ডিসেম্বর তিন দিক থেকে পাক সেনাদের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ চালান। অবিরাম যুদ্ধ চালিয়ে যাওয়ায় ৯ ডিসেম্বর সকালে হানাদাররা ময়মনসিংহে পালিয়ে যেতে বাধ্য হয়। মুক্তিযোদ্ধাদের দাবি, নতুন প্রজন্মের কাছে বীরত্বগাথা ইতিহাস তুলে ধরতে হবে। এ জন্য শুধু এক দিনের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। দিন দিন মুক্তিযোদ্ধারা কমে যাচ্ছে। তাদের থেকে সঠিক ইতিহাস নিয়ে তুলে ধরতে হবে। তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়ারও দাবি জানান তারা।