বাগেরহাটের সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। ওই এলাকায় তল্লাশি করে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ ও এক রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। উদ্ধার জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।