চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে বিএনপি কর্মী নিহত হয়েছেন। কুষ্টিয়ায় বৃদ্ধার গলা কেটে ও নরসিংদীতে প্রবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁপাইনবাবগঞ্জ : নয়ালাভাঙ্গায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নয়ন আলী (২৮) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। নয়ন জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটলী বাবুপুর গ্রামের আবদুল করিমের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরাটুলী বাবুপুরে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে নয়ন আলীর ওপর হামলা চালায়। তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ নয়ন আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, নয়ন আলী বিএনপির কর্মী এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির একাংশের সভাপতি আশরাফুল ইসলাম ওরফে আশরাফ চেয়ারম্যানের অনুসারী। উপজেলায় আশরাফ চেয়ারম্যান ও নয়নের প্রতিপক্ষ গ্রুপ রয়েছে।
কুষ্টিয়া : সদর উপজেলায় দিনদুপুরে জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের হরিশংকরপুরে গতকাল এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জাহানারা ওই এলাকার আবুল মোল্লার স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, জাহানারা বাড়িতে একাই ছিলেন। তাকে দেখভালের দায়িত্বে থাকা দুজনই ছিলেন বাড়ির বাইরে। গতকাল বিকাল ৪টার দিকে এক প্রতিবেশী বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খুলে বিছানায় জাহানারার গলা কাটা লাশ দেখেন। পরে স্থানীয়রা থানায় খবর দেন।
নরসিংদী : রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে শ্বশুরবাড়ির লোকজনের গুলিতে এক প্রবাসী নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল রায়পুরা উপজেলার নিলক্ষা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া একই গ্রামের আওয়াল মিয়ার ছেলে। পুলিশ ও স্বজনরা জানান, ১৫ দিন আগে মামুন কুয়েত থেকে দেশে আসেন। তার সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের মতবিরোধ চলছিল।