গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন যুবদল সদস্য সচিব শাহিন কবির স্বপনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদল সহসভাপতি রাকিব হাসান ও সদস্য রাজু মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সাদুল্লাপুর উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাকু গতকাল এ তথ্য নিশ্চিত করেন। রবিবার উপজেলা যুবদল আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাকু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দুজনকে বহিষ্কার করা হয়।
একই দিন জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ভুট্টো স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শাহিন কবির স্বপনকে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ওয়ার্ড যুবদল সহসভাপতি রাকিব হাসান ও সদস্য রাজু মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। সব পর্যায়ের নেতা-কর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার।
আরেক বিজ্ঞপ্তিতে বলা হয় সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ও দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে ধাপেরহাট ইউনিয়ন যুবদল সদস্যসচিব শাহিন কবির স্বপনের পদ স্থগিত করা হলো। আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সাত দিনের মধ্যে তার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।