সিরাজগঞ্জ সদরের নলিছাপাড়ায় কলাবাগান থেকে গতকাল চোখ উপড়ানো অবস্থায় মরিয়ম নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। ঘটনার ১০ ঘণ্টার মধ্যে হত্যারহস্য উদ্ঘাটন ও অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বলছে, বিয়ে নিয়ে কথা কাটাকাটির জেরে মরিয়মকে হত্যা করে প্রেমিক সোহেল রানা। অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ সদর থানায় সংবাদ সম্মেলনে এসব বলেন। মরিয়ম বেগম (৪৫) সদর উপজেলার খোকসাবাড়ীর বাসিন্দা। গ্রেপ্তার সোহেল সদর উপজেলার গুনেরগাঁতী গ্রামের মো. আসাদুল্লাহর ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মরিয়ম প্রবাসে থাকতেন। দুই-তিন বছর আগে সোহেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোহেল বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল জানায়, সেদিন তারা স্বেচ্ছায় ওই নির্জন স্থানে শারীরিক সম্পর্ক করেন। সেখানে বিয়ে নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মরিয়মকে হত্যা করে সে। পরে কলাপাতা দিয়ে লাশ ঢেকে রেখে পালিয়ে যায় সোহেল। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।