লালমনিরহাটে রত্নাই নদীতে জেলা যুবদলের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। গতকাল বিকালে আদিতমারী উপজেলার ঝাড়িরঝাড় এলাকায় সেতুটির উদ্বোধন করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। আসাদুল হাবিব দুলু বলেন, ‘১৭ বছরেও আওয়ামী লীগ ছোট ছোট সেতুগুলো নির্মাণ করতে পারেনি। ফ্যাসিবাদী শাসনের কারণে মানুষের দুঃখ-দুর্দশার প্রতি কোনো আন্তরিকতা ছিল না তাদের। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছি। যুবদল বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে, এতে জনদুর্ভোগ কমছে।’ জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ বলেন, ‘স্থানীয়দের দুঃখ-দুর্দশার কথা ভেবে যুবদলের নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমে ভাসমান এ সেতু নির্মাণ করেছেন।