গাজীপুরের কালীগঞ্জে মনির মোল্লা (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর গ্রামের বিড়ালবাড়ী মাঠ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মনির পাড়াবর্তা টেকপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকাবাসী বিড়ালবাড়ী মাঠে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা লাশটি উদ্ধার করে। পরে স্থানীয়রা তাকে শনাক্ত করেন। কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, নিহতের দুই পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন। এ ছাড়া বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে গাজীপুরের টঙ্গী দত্তপাড়া থেকে শাহাদত হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।