পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যা মামলায় গৃহবধূ নিশি রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুরে পাবনা আমলি আদালত-২ এর বিচারক শুনানি শেষে জামিনের আদেশ দেন। পরবর্তী হাজিরার দিন ধার্য করা হয়েছে আগামী বছরের ১১ জানুয়ারি।
রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী অ্যাডভোকেট মোশফেকা জাহান কণিকা বলেন, মামলাটি জামিনযোগ্য অপরাধ হওয়ায় এবং নারী বিবেচনায় জামিন মঞ্জুর করেছেন আদালত। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর আদালতে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, এই পদক্ষেপ নিষ্ঠুরতা ও হিংস্রতার বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে নেওয়া হয়েছে।