গ্রামীণ সড়ক সংস্কার, উন্নয়ন ও সম্প্রসারণের নামে নওগাঁর মহাদেবপুরের জন্তিগ্রাম থেকে কদমতলী পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের দুই পাশে পাঁচ শতাধিক অর্জুন গাছ কেটে ফেলা হচ্ছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। পরিবেশবিদরা জানান, উন্নয়ন ও সড়ক প্রশস্তের দোহাই দিয়ে নির্বিচার গাছ কাটায় পরিবেশের মারাত্মক ক্ষতি হবে।
পরিবেশবিদদের মতে, গাছ না কেটেই সড়ক প্রশস্ত করা সম্ভব। স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত গ্রামীণ সড়কের দুই পাশে সারি সারি ঔষধি গুণসম্পন্ন অর্জুন গাছের এমন দৃশ্য বিরল। গাছগুলোর বয়স ২৫-৩০ বছর। এগুলো বহু বছর ধরে ছায়া দিয়ে যাচ্ছে। দুই পাশে লাগানো অর্জুন গাছগুলো সড়কের সৌন্দর্য যেমন বাড়িয়েছিল, তেমনই প্রতিদিনই দূরদূরান্ত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ আসেন এ গাছের ছাল-বাকল আর পাতা সংগ্রহ করতে। বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পদকপ্রাপ্ত ইউনুছার রহমান হেবজুল বলেন, ‘আমরা উন্নয়ন চাই তবে এমন উন্নয়ন না হোক যেটা আত্মঘাতী।’ মহাদেবপুর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সৈকত দাশ বলেন, গাছগুলো রেখে সড়ক প্রশস্তকরণ ঝুঁকি ছিল। এজন্য কাটার সিদ্ধান্ত হয়।