জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, আদেশের ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সাঘাটায় গণসমাবেশ হয়েছে। উপজেলার উল্যাবাজার মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাঘাটা-ফুলছড়ি থানা শাখার উদ্যোগে আট দল এ সমাবেশ করে। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। আরও বক্তব্য দেন গাইবান্ধা-২ আসনের হাতপাখার প্রার্থী আবদুল মাজেদ, গাইবান্ধা-৫ আসনের হাতপাখার প্রার্থী অ্যাডভোকেট আজিজুল ইসলাম, ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম।
বক্তারা বলেন- দেশে ন্যায়বিচার, গণঅধিকার এবং জনগণের মতামত প্রতিফলনের জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। বক্তাদের দাবি, জনগণের প্রত্যক্ষ মতামত নিশ্চিত না হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জনস্বার্থের বাইরে চলে যেতে পারে।