ঠাকুরগাঁওয়ে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে। সময়মতো সার না পাওয়ায় আলু, গম, ফুলকপি, বাঁধাকপি, শিমসহ সবজি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। বিক্রয় কেন্দ্র থেকে চাহিদা অনুযায়ী সার না পেয়ে ক্ষুব্ধ জেলার কৃষকরা। ২ ডিসেম্বর সার নিয়ে হট্টগোলের একপর্যায়ে জেলার রানীশংকৈল উপজেলায় এক কৃষি কর্মকর্তাকে পিটিয়ে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। সার না পেয়ে ২৯ নভেম্বর সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারকে অবরুদ্ধ করে রাখা হয়। এর আগে ২০ আগস্ট রাতের আঁধারে অবৈধভাবে রাসায়নিক সার নিয়ে যাওয়ার সময় সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজারে ৩০০ বস্তা সারসহ ট্রাক আটক করে স্থানীয় জনতা। কৃষকদের অভিযোগ, টিএসপির সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও তা বাইরে থেকে ২ হাজার থেকে ২ হাজার ৫০ টাকায় কিনতে হচ্ছে। পটাশ সার সরকারি মূল্য ১ হাজার টাকা হলেও বাজারে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা বিক্রি হচ্ছে। ডিএপি সরকারি মূল্য ১ হাজার ৫০ টাকা হলেও তা বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়। উপায় না পেয়ে বাইর থেকে বেশি দামেই সার কিনতে হচ্ছে তাদের। ঠাকুরগাঁও ঘুরে দেখা গেছে, প্রতিটি সার বিক্রয় কেন্দ্রে ভিড়। সারের জন্য ডিলারদের কাছে হুমড়ি খেয়ে পড়ছেন কৃষকরা। দোকানে দোকানে ধরনা দিচ্ছেন। তারা চরম ভোগান্তি শিকার হচ্ছেন। কৃষকরা বলছেন, সময় মতো সার না পাওয়ায় আলু, গম, ফুলকপি, বাঁধাকপি, শিমসহ আগাম সবজি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিএডিসির তথ্য মতে, শিবগঞ্জে নভেম্বরে টিএসপি বরাদ্দ ছিল ২১ হাজার ২০ টন, পটাশ সার ছিল ৫ হাজার ৯৬ টন, এমওপি ছিল ৩ হাজার ৫৭২ টন। ডিসেম্বরে টিএসপি বরাদ্দ ছিল ১ হাজার ৪৭৮ মেট্রিক টন, পটাশ সার ছিল ১ হাজার ৯১৪ মেট্রিক টন, এমওপি ছিল ৩ হাজার ৯৪১ টন। এ ছাড়া বিশেষ বরাদ্দ ছিল টিএসপি ১ হাজার ২০০ মেট্রিক টন। তাদের নিয়ন্ত্রণে ডিলারের সংখ্যা ২১০ জন। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম বলেন, সারের সংকট নেই। কে বা কারা বিনা কারণে সার সংকটের কথা বলছে। জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, সারসংকট নেই। একটি মহল এটা তৈরির চেষ্টা করছে। সরকারি কোনো কর্মকর্তা সার সিন্ডিকেটে জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা