রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে দিনদুপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য প্রবাসীর ছেলে তার দুই বন্ধুকে নিয়ে বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার ডাকাতির নাটক সাজায়। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাঞ্চন এলাকার নিজ বাড়ি থেকে তাদের তিনজনকে গ্রেপ্তারের পর এ তথ্য উদ্ঘাটন করে পুলিশ। উদ্ধার করা হয় ডাকাতি হওয়া টাকা ও স্বর্ণালংকার। আটক ব্যক্তিরা হলো প্রবাসী আবদুর রশিদের ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার, হানিফ মিয়ার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী নাবিল ও আলী হোসেনের ছেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাহ আলম। তারা সবাই স্থানীয় কাঞ্চন ভারত চন্দ্র উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর কাঞ্চনে দিনদুপুরে প্রবাসী আবদুর রশিদের বাড়িতে তার ছেলে শাহরিয়ারের হাত-পা বেঁধে মারধর এবং আলমারী ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগে মামলা হয়। আবদুর রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় এ মামলাটি করেন।