বগুড়া সদরের হিন্দু পল্লিতে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে ৫০০ টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিলে আরও সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এমন অভিযোগে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সদরের বেলাইল হিন্দু পল্লিতে এ ঘটনা ঘটে। বগুড়া শহর জামায়াতের নেতারা বলছেন, আটক ব্যক্তি তাদের দলের কেউ না। হিন্দু পল্লির বাসিন্দারা জানান, জামায়াত কর্মী পরিচয় দিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার নামে মোকসেদ আলী জনপ্রতি ৫০০ টাকা করে নেন। ওসি হাসান বাসির জানান, প্রতারণার অভিযোগে সদরের বেলাইল হিন্দু পল্লি থেকে মোকসেদ আলী নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা মামলা করা হবে।