পাবনার নাজিরগঞ্জ নদী বন্দরের পোর্ট কর্মকর্তা তোফাজ্জল হোসেন পাটোয়ারীর কাছে চাঁদা না পেয়ে মারধর করেছে সন্ত্রাসীরা। সোমবার নদী বন্দরের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সুজানগর থানায় মামলা করেছেন। এজহার সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে স্পিডবোট ঘাটের টেন্ডার জমায় বাধা দেওয়ার অভিযোগে কয়েকজনের নামে মামলা হয়। সোমবার পোর্ট কর্মকর্তার কাছে ওই মামলার আসামি মাইছের ও কামাল নামের দুই ব্যক্তি আইনজীবীর খরচ বাবদ ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় মারধর শুরু করে অভিযুক্তরা। নদী বন্দরের পরিবহন পরিদর্শক খালিদ মোশারফ এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। ওসি মজিবর রহমান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। ব্যবস্থা নেওয়া হবে।