দিনাজপুরের ঘোড়াঘাটে বাক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র (জ্যাকেট) বিতরণ করা হয়েছে। গতকাল সকালে সিংড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১০ বাক প্রতিবন্ধীর হাতে শীতবস্ত্র তুলে দেন চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন। শীতবস্ত্র পেয়ে তারা ইশারায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ‘তারা সমাজের অবহেলিত অংশ। অনেকেই তাদের কষ্ট বুঝতে পারে না। আমি সব সময়ই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।’