ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল ভোরে উপজেলার ইসলামপুর থেকে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জব্বার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় ২৭ লাখ ৮৩ হাজার টাকা। এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় কাশিনগর থেকে ৭১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।