নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদী খনন প্রকল্পের প্রতিবাদে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিরুদ্ধে মশালমিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার রাতে ডিমলা কুটিরডাঙ্গা গ্রাম থেকে প্রায় ৫ হাজার নারী-পুরুষ ও শিশু মশাল হাতে মিছিল বের করে। তাদের দাবি, প্রকল্প যেভাবে নেওয়া হয়েছে তার বাস্তবায়ন হলে ব্যারাজের উত্তরে অন্তত ৩৫ কিলোমিটার নদীর দুই তীরে লক্ষাধিক একর জমিতে জলাবদ্ধতা ও ভাটিতে শুষ্কতা তৈরি হবে। বিষয়টি কেউ আমলে নিচ্ছে না। অজ্ঞাত কারণে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প বাস্তবায়নে উঠেপড়ে লেগেছে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের অভিযোগ, বুড়ি তিস্তা খনন প্রকল্প বাস্তবায়ন হলে হাজার হাজার পরিবার ভিটামাটি হারিয়ে নিঃস্ব হবে। বর্তমানে এসব জমিতে আবাদ হচ্ছে ধান, ভুট্টা আলু, মরিচ, পিঁয়াজসহ বছরে তিন থেকে চারটি ফসল। ২০০৯ সাল থেকে এই নদী খনন নিয়ে পাউবোর লোকজনের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের একাধিকবার সংঘর্ষও হয়েছে। স্থানীয় হেকিম শামীম জানান, এখানে পাঁচ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ রয়েছে। দালালরা আমাদের হুমকি দিয়ে যাচ্ছে।