রংপুরে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল রংপুর নগরীর অটিজম হোম প্রাঙ্গণ দেওডোবা ডাঙ্গীরপার এলাকায় নিউরো-ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজেবিলিটি ম্যানেজমেন্ট সেন্টার রংপুর এবং বিশেষ শিশু সহায়তা কেন্দ্র ‘প্রেরণাই শক্তি’-এর ব্যবস্থাপনায় এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। ভাপা, পাটিসাপটা, চিতই, দুধচিতই, নারিকেল পুলি, খাজাসহ নানারকম দেশি পিঠা ছিল এ আয়োজনে। শিশুরা পিঠার স্বাদ নেওয়ার পাশাপাশি আঁকিবুঁকি প্রতিযোগিতা, বেলুন খেলা, রঙ মেশানোর মজার কার্যক্রম, মোটর স্কিল উন্নয়নমূলক খেলায় অংশ নেয়।
নিউরো-ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজেবিলিটি ম্যানেজমেন্ট সেন্টারের কর্মকর্তারা বলেন- রংপুরে প্রায় ৬ হাজার বিশেষ শিশুর চিকিৎসা সেবা দিয়েছেন তারা। এর প্রায় সাড়ে ৩শ’ শিশু প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন।
এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্মণ। তিনি বলেন- ‘বিশেষ শিশুদের উন্নয়নে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।’
সভাপতিত্ব করেন নিউরো-ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজেবিলিটি ম্যানেজমেন্টের চেয়ারম্যান আয়শা আক্তার।