বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ফাবিয়া তাসনিম সিধির (২৯) লাশ ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে। মৃতদেহ শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বগুড়া শহরের চকফরিদ এলাকায় ভাড়া বাসায় লাশটি পাওয়া যায়। দেড় বছর আগে তিনি এখানে যোগদান করেন। উচ্চ রক্তচাপ ছিল তার। তিনি অসুস্থ হয়ে নাকি অন্য কোনো কারণে মারা গেছেন তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবার সূত্রে জানা যায়, ফাবিয়া অবিবাহিত। পুলিশ দরজা ভেঙে বাথরুম থেকে ফাবিয়ার লাশ উদ্ধার করে। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় গতকাল দুটি স্থান থেকে অজ্ঞাত নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। হোসেন্দী ইউনিয়নের ডুবুচর এলাকায় মেঘনা নদীর তীর থেকে গতকাল অজ্ঞাত নারীর (৩৫) লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া মধ্য বাউশিয়া দাসকান্দী সংলগ্ন কাজলী নদীর তীরে আটকে থাকা অজ্ঞাত পুরুষের (৩৬) লাশ উদ্ধার করা হয়। ওসি আনোয়ার আলম আজাদ বলেন, পরিচয় নিশ্চিত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।