মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। গতকাল সদর উপজেলার কুল্লিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কুচিয়া মোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আজহার উদ্দিন ও মাগুরা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক কাবিয়ার রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাগুরা সদর হাসপাতালে দায়িত্বরত ডা. মো. মামুন উর রশীদ জানান, সংঘর্ষে আহত হয়ে অন্তত ৩৫ জন হাসপাতালে আসেন। সদর থানার ওসি মো. আয়ুব আলী জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত চলছে।