গাজীপুরের শ্রীপুরে একই রাতে চার কৃষকের গোয়ালঘর থেকে ১২টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- সিংগারদিঘী গ্রামের শফিকুল ইসলাম বাবুল, মাজহারুল ইসলাম লিটন, এনামুল হক এবং জামাল মিয়া। চুরির ঘটনায় প্রায় ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। ভুক্তভোগী কৃষক ও স্থানীয়রা জানান, সম্প্রতি প্রতি রাতেই গ্রামে গরু চুরি হচ্ছে। চুরির পর পিকআপে করে ওই সব গরু নিয়ে যাচ্ছে। চোরচক্রের সদস্যদের চিহ্নিত করে চুরি হওয়া গরু উদ্ধারে থানা পুলিশের সহযোগিতা কামনা করেন তারা। ভুক্তভোগী মাজহারুল ইসলাম লিটন বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি চারটি গরু নেই। গরুগুলোর মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা। দুপুরে থানায় অভিযোগ দিয়েছি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, গরু চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ গরু উদ্ধারে কাজ করছে। পাশপাশি খামারি, কৃষক ও গ্রামবাসীকে সচেতন করা হচ্ছে।