মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের মুক্তারপুর সেতুর ওপর আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন দলের এক পক্ষের নেতা-কর্মীরা। গতকাল বিকালে এ কর্মসূচি পালন করেন আসনটিতে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদের সমর্থকরা। এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামানকে। নাম ঘোষণার পর মহিউদ্দিনের সমর্থকরা সন্ধ্যায় জেলার দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবরোধ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীরা জানান, মহিউদ্দিন দীর্ঘদিন ধরে সদর ও গজারিয়া অঞ্চলে বিএনপিকে শক্তিশালী করতে সক্রিয় ছিলেন। আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক পুনর্গঠন ও স্থানীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে তার ভূমিকা রয়েছে। তৃণমূলের মতামত উপেক্ষা করে এ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। অবিলম্বে এ মনোনয়ন প্রত্যাহার করে মহিউদ্দিনকে প্রার্থী ঘোষণার দাবি জানান তারা।