ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে ওমর শেখ (৩০) নামে এক যুবকের রক্তাক্ত লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। ওমর কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের আবদুস সাত্তার শেখের ছেলে। তিনি স্যালোইঞ্জিন চালিত নসিমন চালক ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন ওমর শেখ। রাতে আর ঘরে ফেরেননি। গতকাল সকালে মোবারকগঞ্জ চিনিকলের মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশের ধারণা তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও গলায় রশি বাঁধা ছিল। লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে কীভাবে তার মৃত্যু হয়েছে জানা যাবে।
এদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে ইতি খাতুন নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার কুমিল্লার দেবীদ্বার থানার চরবাকর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৬ ও ১১-এর একটি যৌথ দল। গ্রেপ্তার রাসেলের বাড়ি মুকসুদপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে। র্যাব-৬ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ইতিকে হত্যার পর লাশ বস্তাবন্দি করে নিজেদের পুকুরে ইটবেঁধে কচুরিপানার মধ্যে লুকিয়ে রাখে তার স্বামী রাসেল ও তার পরিবারের সদস্যরা। ৩০ নভেম্বর পুকুর থেকে ইতির লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ২৩ নভেম্বর থেকে চার মাসের অন্তঃসত্ত্বা ইতি খাতুন নিখোঁজ হন। এ ঘটনায় নিহতের ভাই সেলিম বাদী হয়ে মুকসুদপুর থানায় মামলা করেন।