পাথর বোঝাই ট্রাকের ভারে গতকাল হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের রত্নায় বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এরপর ওই ব্রিজ দিয়ে বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল। এর দুই পাশে আটকা পড়েছে শত শত যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচল করা বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার হাজারো সাধারণ মানুষ। স্থানীয়রা জানায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে বানিয়াচংগামী একটি পাথর বোঝাই ট্রাক রত্নায় বেইলি ব্রিজের ওপর ওঠামাত্রই এর ভারে দুটি পাটাতন ভেঙে যায়। সেখানে আটকা পড়ে পাথর বোঝাই ট্রাকটি। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে যাত্রীবাহী বাস, সিএনজি, টমটম, প্রাইভেটকারসহ অসংখ্য যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। বিপাকে পড়েন শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায়ীরা। স্থানীয়দের অভিযোগ- দীর্ঘদিন যাবত ব্রিজটি জরাজীর্ণ হয়ে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনা ঘটলে সাময়িকভাবে মেরামত করে দেওয়া হয়।
ওই স্থানে আটকা পড়া মোশাহিদ নামে এক যাত্রী বলেন- রত্না বেইলি ব্রিজ বহুদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাব এবং ভারী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, এমন শঙ্কা আগে থেকেই ছিল। মনিরুল ইসলাম বলেন- ব্রিজটি ভেঙে যাওয়া আমরা চরম দুর্ভোগে পড়েছি। হবিগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন- পাথর বোঝাই ট্রাকটিতে বেশি লোড থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বিজ্রটি দ্রুত মেরামত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করতে কাজ চলছে।