যশোরে ১০টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে গতকাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর ওজন এক কেজি ১৬৪ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক দুজন হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদার দক্ষিণ চাঁদপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহের মহেশপুরের বাজিপোতা গ্রামের আবদুল লতিফের ছেলে মো. মাহাফুজ আলম (৩১)। যশোর বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।