চুয়াডাঙ্গায় পাচারের সময় স্থানীয়রা ২০ বস্তা সার জব্দ করেছেন। গতকাল আলমডাঙ্গার গোকুলখালী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভালাইপুরের সার ডিলার সালাউদ্দিন আহমেদের দিশা এন্টারপ্রাইজ থেকে সারভর্তি দুটি ভ্যান চুয়াডাঙ্গার দামুড়হুদা ও মেহেরপুরের দরবেশপুর গ্রামে যাচ্ছিল। দুটি ভ্যানে ১০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা ডিএপি সার ছিল। কৃষি কর্মকর্তা লিটন আহমেদ বলেন, জব্দ সার ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে।