মাদারীপুর সরকারি কলেজ মাঠে মাদক সেবনের প্রতিবাদ করায় ইকবাল আমিন ওরফে সম্রাট (২০) নামে এক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে বহিরাগত কয়েকজন যুবকের বিরুদ্ধে। গতকাল এ ঘটনা ঘটে। এদিকে এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের কলেজ গেট এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, ৩০ নভেম্বর ওই কলেজের মাঠে কয়েকজন বহিরাগত মাদক সেবন করছিল। এ সময় ইকবালসহ কয়েকজন প্রতিবাদ জানালে দুই পক্ষে বাগবিতণ্ডা হয়। এর জেরে গতকাল বিকালে মাঠে ইকবালকে একা পেয়ে মারধর করে তারা।
পরে গুরুতর অবস্থায় তাকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ শিক্ষার্থীদের দাবি মেনে নিলে অবরোধ তুলে নেওয়া হয়।