চলতি আমন মৌসুমে ধানের ন্যায্যমূল্য নির্ধারণ করে সহজ প্রক্রিয়ায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিলসহ সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন। পরে এসব দাবি জানিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে খাদ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে শহরে বিক্ষোভ মিছিল শেষে এক নম্বর রেলগেট এলাকায় সমাবেশে মিলিত হয়।
গোলাম ছাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন আহসানুল হাবিব সাঈদ, কাজী আবু রাহেন, শফিউল্লা খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী, ডাক্তার আবদুল জব্বার, পরমানন্দ দাস, রাহেলা খাতুন, আয়নাল হক প্রমুখ।