সিরাজগঞ্জের শাহজাদপুরে বহুল আলোচিত নারী ইউপি সদস্য পিয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা আবদুল আলীমকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে র্যাব-১২ সদস্যরা সলঙ্গার হরিণচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আবদুল আলীম (৪০) নিহত পিয়ারা খাতুনের স্বামী। র্যাব-১২ কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ এ তথ্য জানান।
গত ২৮ নভেম্বর সকালে পশ্চিম দুয়ারী এলাকায় নিজের শয়নকক্ষ থেকে পিয়ারা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই তার স্বামী আবদুল আলীমসহ পরিবারের সদস্যরা পলাতক ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা হানিফ সরকার বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।