ফরিদপুরের সদরপুরে ঘরের ভিতরে আটকে পড়া দুই শিশুকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোনকল পেয়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটে উপজেলার বাবুর চরের খালাসী ডাঙ্গী এলাকায়। জানা গেছে, সদরপুরের খালাসী ডাঙ্গী এলাকায় বাবা-মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল সাড়ে তিন বছর বয়সি রাফসান ও দেড় বছরের রাবেয়া। মঙ্গলবার দুপুরে বসতঘরে ঢুকে ভিতর থেকে স্টিলের দরজা লক করে দেয় তারা। পরে লক খুলতে না পেরে তারা কান্নাকাটি শুরু করলে স্বজনরা দরজা খোলার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। একপর্যায়ে ৯৯৯-এ কল দিলে সদরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘরের জানালা ভেঙে দুই শিশুকে উদ্ধার করেন।
সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রমেন্দ্রনাথ চৌধুরী জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে শিশুদের উদ্ধার করা হয়।