কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ গোলাবারুদ, দেশীয় বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। গতকাল ভোরে থানা কোনাপাড়া লবণের মাঠসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, ৯ রাউন্ড তাজা গোলা, দুই রাউন্ড তাজা কার্তুজ, সাত রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কেইস, দুটি দেশি বিস্ফোরক, দুটি দেশি অস্ত্র এবং তিনটি দেশি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।