ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে যুবদল নেতাসহ দুজনকে। আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কের তিতাস ব্রিজ এলাকায় গতকাল সকালে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এ গাঁজা জব্দ করা হয়। আটকরা হলেন- আখাউড়া পৌরশহরের তারাগন গ্রামের কামরুল হাসান ও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের গোলাম রাব্বি। কামরুল হাসান আখাউড়া উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক। এ সময় প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, ১৮টি পোটলায় ৩৬ কেজি গাঁজা পাওয়া যায়। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।