বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু মুছা সরকার হত্যার প্রতিবাদে পৃথক স্থানে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে প্রথম মানববন্ধনটি হয় ছলিমাবাদ বাজারে ইউনিয়নবাসীর আয়োজনে। সেখান থেকে মিছিল নিয়ে যায় উপজেলা পরিষদ চত্বরে। সেখানে পুনরায় মানববন্ধন করা হয়। বক্তারা আবু মুছা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মুছা মেম্বার হত্যার ঘটনায় তার মেয়ে সোনিয়া আক্তার বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা করেছেন। প্রধান আসামি করা হয়েছে আশরাফবাদ গ্রামের সায়েম মিয়াকে।