গাজীপুরের কালিয়াকৈরে একটি টেক্সটাইল কারখানায় অর্ধশতাধিক শ্রমিক গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলার পূর্ব চান্দরা কাঁঠালতলা এলাকার ময়জুদ্দিন টেক্সটাইল কারখানায় গতকাল এ ঘটনা ঘটে। কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম জানান, অসুস্থদের মধ্যে প্রায় ৩০ জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। কর্তৃপক্ষ কারখানা দুদিন ছুটি ঘোষণা করেছে। কারখানার পানিতে কোনো সমস্যা আছে কি না পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। মোয়াজ উদ্দিন টেক্সটাইল লিমিটেডের এমডি লুৎফর রহমান জানান, তিন দিন ধরে কারখানায় এলেই শ্রমিকরা অসুস্থ হচ্ছেন। গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হলে কারখানা দুদিন ছুটি ঘোষণা করা হয়। অসুস্থদের প্রথমে সফিপুর তানহা মেডিকেলে ভর্তি করা হয়। কয়েকজনকে রেফার্ড করা হয়েছে ঢাকার মহাখালী হাসপাতালে। কিছু শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় গেছেন। জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করার পর একে একে অনেকের পেট ব্যথা, মাথা ঘোরা, বমি, পাতলা পায়খানা শুরু হয়। সোমবার রাতেও কিছু শ্রমিক অসুস্থ হয়েছেন।