মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মানরা সেতুর পাশে নির্মিত এই স্তম্ভে আগুন দেওয়া হয়। এটি ধাতুর তৈরি হওয়ায় ক্ষতি হয়নি। সদর থানার ওসি আবুল কালাম জানান, একটি প্রাইভেটকারে দুর্বৃত্তরা এসে গাড়ির টায়ারে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছে।