ঢাকার কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকের লাঠির আঘাতে আছিয়া আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জ ও গাজীপুরে উদ্ধার করা হয়েছে দুজনের লাশ। প্রতিনিধিদের খবর-
কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকের লাঠির আঘাতে আছিয়া আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন অভিযোগ উঠেছে। প্রেমিক সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোররাতে কেরানীগঞ্জ মডেল থানার সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। আছিয়া কাঠালতলী দক্ষিণপাড়ার মোহাম্মদ মিয়ার মেয়ে। জানা যায়, আছিয়াকে পরকীয়া প্রেমিক সোহাগ দেখা করার কথা বলে রাতে সোনাকান্দা এলাকায় তার বাড়ি ডেকে নেন। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সোহাগ লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। টের পেয়ে স্থানীয়রা আছিয়ার পরিবারকে জানান। তারা উদ্ধার করে কাঠালতলী এলাকায় নিজ বাড়িতে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
নারায়ণগঞ্জ : ফতুল্লায় সুমন খলিফা (৩৫) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। সুমন বাড়ি বরিশালের আগৈলঝড়ার মন্টু খলিফার ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বসবাস করতেন।
গাজীপুর : গাজীপুরে এক মোবাইল ফোন টাওয়ারের এক নিরাপত্তা প্রহরীর মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মীর আলতাব হোসেনের (৬৫) বাড়ি পূবাইল থানাধীন মেঘডুবী।