রাজশাহী জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় একাংশের নেতা-কর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকালে পর্যটন মোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা এনসিপির আহ্বায়ক কমিটি। আহ্বায়কের দায়িত্ব পাওয়া ডা. সাইফুল ইসলাম বক্তব্য দেওয়ার সময় কনফারেন্স কক্ষে দুই যুবক ঢুকে নিজেদের এনসিপির নেতা-কর্মী পরিচয় দিয়ে সাংবাদিকদের চলে যেতে বলেন, না গেলে তাদের কক্ষে তালা দিয়ে আটকে দেওয়ার হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদ জানালে তারা সাংবাদিকদের ওপর চড়াও হন। পরে এনসিপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ফটো সাংবাদিক আসাদুজ্জামান জানান, তারা আমন্ত্রণ পেয়ে সংবাদ সম্মেলনে যান। হঠাৎ দুই যুবক ঢুকে সাংবাদিকদের চলে যেতে বলেন এবং বাজে কথা বলতে থাকেন। পরে সাংবাদিকদের ওপর চড়াও হন। জেলা কমিটির আহ্বায়ক ডা. সাইফুল ইসলাম জানান, মহানগরের এক নেতার ইন্ধনে পরিকল্পিতভাবে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। বিষয়টি কেন্দ্রে জানানো হয়েছে।