যশোরে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল সকালে সদর উপজেলার বাউলিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। ইমরান হোসেন (৪২) সাতক্ষীরার ইব্রাহিম হোসেনের ছেলে। যশোর বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, ইমরানকে তল্লাশি করে কোমরে লুকানো ৩৮৪.৩৮ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার জব্দ করা হয়।