মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামে মাথাভাঙ্গা নদীরক্ষা বাঁধ ও সড়ক নির্মাণের এক বছরের মধ্যেই ভেঙে গেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ও তড়িঘড়ি করে কাজ করায় এত কম সময়ে ধসে পড়েছে এ বাঁধ ও সড়ক। এতে নদীর পাড়ের বসতবাড়িগুলো এখন ভাঙনের হুমকিতে রয়েছে। সংশ্লিষ্টরা জানান, কয়েক বছর আগে মাথাভাঙ্গা নদীর এ অংশে ভাঙন দেখা দিলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নদীর পাড় রক্ষার উদ্যোগ নেয়। ২০২১-২২ অর্থবছরে খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৬৬ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে নদীরক্ষা বাঁধ ও সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কাজ দেওয়া হয় স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অথই এন্টারপ্রাইজকে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। প্রকল্পে ইউ-ড্রেন নির্মাণের কথা থাকলেও তা করা হয়নি। স্থানীয়দের দাবি, কাজের মান ছিল অত্যন্ত নিম্নমানের। ফলে চলতি বর্ষায় অতিবৃষ্টিতে বাঁধ ও সড়কের একাধিক অংশ ধসে যায়। সিন্দুরকোটা গ্রামের বাসিন্দা তোফাজ্জেল হোসেন বলেন, ‘এক বছর আগে রাস্তাটা নির্মাণের সময় মাটি দিয়ে সঙ্গে সঙ্গে ব্লক দেয়। পরে মাটি সরে গিয়ে ব্লক বসে যায়। তখনই ভাঙন শুরু হয়। রাস্তার পাশে ড্রেন হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। রড তারা ফিরিয়ে নিয়ে গেছে। এখন রাস্তা ভেঙে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে গেছে। আর নদীর পাড়ের বাড়িঘরও হুমকিতে।’ বিধবা সরিফুন নেছা বলেন, ‘আমি একলা মানুষ, একমাত্র সম্বল এ বাড়িটা। এখন সেটাতেও ভাঙন ধরেছে। যে কোনো সময় নদীতে ধসে যেতে পারে। খুব বিপদে আছি।’ গাংনী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রোকনুজ্জামান বলেন, ‘বর্ষা মৌসুমে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা