সিরাজগঞ্জের সলঙ্গা থানার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে পুলিশ অজ্ঞাত পরিচয়ের ওই শিশুটির লাশ উদ্ধার করে। তার বয়স আনুমানিক আট-নয় বছর।
সলঙ্গা থানার ওসি হুমায়ূন কবির জানান, জেলেরা মাছ ধরার সময় জালে শিশুটির লাশ ভেসে ওঠে। পরে তারা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।