উত্তরের জেলা দিনাজপুরে দিন দিন কমছে তাপমাত্রা। বাড়ছে শীত। গতকাল সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন। দিনাজপুরে বিকালের পর থেকে সকাল ৭টা পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। রাতে পড়ছে কুয়াশা। গতকাল জেলায় তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ। এদিকে লালমনিরহাট জেলার তাপমাত্রা ক্রমেই হ্রাস পাচ্ছে। সেই সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। হঠাৎই ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো অঞ্চল। দিনের বেলায়ও সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। গতকাল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।