চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল এ কর্মসূচিতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন- এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি এবং উদ্বেগজনক। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতির আরও অবনতি হবে। প্রার্থী পরিবর্তন দাবিতে বৃহস্পতিবার রহনপুরে মশাল মিছিল হয়। এর ভিডিও ধারণের সময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের লোকজন দুই সাংবাদিককে মারধর করে।