বাগেরহাটের মইদাড়া নদীতে পর্যটকবাহী জালি বোট উলটে ভেসে যাওয়া নারী, শিশু ও বৃদ্ধসহ ৫২ জনকে উদ্ধার করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনার পর ভেসে যাওয়া সব পর্যটককে উদ্ধার করে তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম।
রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, বিকাল সাড়ে ৫টার দিকে খুলনার দাকোপ, চালনা ও বাইনতলা থেকে ৫২ জন পর্যটক ইঞ্জিনচালিত নৌকায় করে মইদাড়া নদীর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটের ব্রিজের সামনে পৌঁছালে জালিবোটটি উলটে যায়। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের কর্তব্যরত সিকিউরিটি গার্ডরা জরুরি এলার্ম বাজিয়ে ফায়ার অ্যান্ড সেফটি টিমকে অবহিত করে। সঙ্গে সঙ্গেই ফায়ার অ্যান্ড সেফটি টিম নদীতে নেমে ভেসে যাওয়া নারী, শিশু ও বৃদ্ধসহ ৫২ জনকে উদ্ধার করে। দ্রুত অ্যাম্বুলেন্সে করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে নিয়ে শিশুসহ ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়। দুুর্ঘটনায় কোনো পর্যটক নিখোঁজ নেই।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সব পর্যটককে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।